ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

১২ হাজার টাকা ইলিশের জোড়া [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ১৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:২৯, ১৩ এপ্রিল ২০১৮

পহেলা বৈশাখের আগের দিন বাজারে গত সপ্তাহর চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হয়েছে ইলিশ। তবে গত কয়েক বছরের তুলনায় ইলিশ উম্মাদনা কিছুটা কম বলছেন কাওরান বাজারের বিক্রেতারা।

এদিকে বাজারে কাঁচা মরিচের দামও চড়া। আর বাজারে বিপুল পরিমাণ মৌসুমী ফলের সমাহার, দাম হাতের নাগালে বলছেন ক্রেতারা।

রাত পেরোলেই বাঙালির প্রাণের উৎসব পহেলো বৈশাখ। আর নগরবাসীর বৈশাখ বরণের অন্যতম অনুষঙ্গ পান্থা-ইলিশ। তাই শেষ মুহূর্তে চড়া ইলিশের বাজার। ১ কেজি ৪শ গ্রাম ওজনের এক জোড়া ইলিশের দাম উঠেছে ১২ হাজার টাকা। ১ কেজি ওজনের এক জোড়া ইলিশ বিক্রি হচ্ছে ৬ হাজার টাকায়।

দেশের বাজারের ইলিশের দাম কম হলেও মায়ানমারের ইলিশের দাম কম। ৭শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬শ টাকায়। বিক্রেতারা বলছেন চাহিদা কম থাকায় দাম গত বছরের তুলনায় কম।

বৈশাখের আরেক উপাদান শুটকির দামও আগের তুলনায় কম বলছেন ক্রেতা- বিক্রেতা উভয়ে।

গজা, নিমকি, মুড়ি. খইসহ বৈশাখের নানা উপকরণ কারওয়ান বাজারে তুলনামূলক কম দামে পাওয়ায় ক্রেতাও বেশি। ভর্তার অন্যতম উপাদন কাঁচা মরিচের দাম গেলো সপ্তাহের দ্বিগুণ।

প্রচুর মৌসুমি ফলের সরবরাহে খুশি ক্রেতারা। মাঝারি আকারের তরমুজ ১শ থেকে ১৫০, বড় আকারের তরমুজ পাওয়া যাচ্ছে ২শ টাকায়। বাংলা নববর্ষ উদযাপনে প্রচুর ফল কিনছেন ক্রেতারা।

সব মিলিয়ে উৎসবের আগের বাজারের চিত্র ছিল বৈশাখময়।

টিকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি