১৩ হাজার ৩’শ৭২ কোটি কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে
প্রকাশিত : ১৪:১৫, ৮ জুন ২০১৭ | আপডেট: ১৪:৫২, ৮ জুন ২০১৭
দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত ১৩ হাজার ৩’শ ৭২ কোটি কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। যা থেকে সরকার ১ হাজার ৪’শ ৫৪ কোটি টাকা রাজস্ব পেয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সকালে সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী। এম আবদুল লতিফের আরেক তিনি জানান, বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় ৫ কোটি ৭০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার ব্যয়ে নগরীর বস্তিবাসীদের আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া দিনের কার্যসূচী অনুযায়ী বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সাংসদরা বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে দেশের চিত্র বদলে যাবে। তবে আবগারী শুল্ক ও ভ্যাটের পরিমাণ কমিয়ে সহনীয় পর্যায়ে রাখারও দাবি জানান সাংসদরা। বাজেট না পড়েই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যাচার করছেন বলেও মন্তব্য করেন তারা।
আরও পড়ুন