ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

১৪ বছরেও কেন অবহেলিত দিনেশ কার্ত্তিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৪২, ১৯ মার্চ ২০১৮

টাইগারদের কান্নার সাগরে ভাসিয়ে ভারতের ওঝা বনে গেছেন দিনেশ কার্ত্তিক। হাতে আছে মাত্র ১২ বল। রান করতে হবে ৩৪। নেমেই ছক্কা দিয়ে শুরু করলেন, এরপর টাইগার বোলারদের উপর যে তাণ্ডব চালিয়েছেন তা অবিশ্বাস্য, অকল্পনীয়। শেষ বলে ছক্কা মেরে বনে গেছেন নাগিন ডান্সের ওঝা। তবে সেই দিনেশ কার্ত্তিক-ই বছরের পর বছর দলে থেকেছেন ব্রাত্য হয়ে।

১৪ বছর হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান দিনেশ কার্ত্তিক। তবে ২০০৪ সালে দলে অভিষেক হলেও মাত্র এক বছরের মাথায় ভারত পেয়ে যায় সর্বকালের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনিকে। ২০০৫ সালে অভিষেকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ধোনিকে। আর ধোনির ছায়ায় আড়ালে পড়ে যান দিনেশ কার্ত্তিক।

১৪ বছরের ক্যারিয়ারে বেশিরভাগ সময়-ই নীরবে বসে কাটিয়েছেন সাইড-বেঞ্চে। ধোনি কখনো ইনজুরিতে পড়লে তখন কখনো কখনো ডেকে আনা হয়েছে রবিন উথাপ্পাকে। আবার কখনো দিনেশ কার্ত্তিককে। আর টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে তার পথচলাতে চোখ বুলোলেই তা চোখে পড়বে। এই ১৪ বছরের ক্যারিয়ারে দিনেশ কার্ত্তিক খেলেছেন মাত্র ২৩টি টেস্ট ম্যাচ। ২০১০ সালের পর আর টেস্ট ক্রিকেটে জায়গা হয়নি কার্ত্তিকের। খেলেছেন ৭৯টি ওয়ানডে আর ১৮টি টি-২০ ক্রিকেট, যার ৫টি-ই খেলেছেন এই নিদাহাস ট্রফিতে।

এই পরিসংখ্যানের দিকে চোখ বোলালেই দেখা যায় দলে কতোটা ছায়া হয়ে থেকেছেন দিনেশ কার্ত্তিক। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত কার্ত্তিকের দর না বুঝলেও, আইপিএলে বরাবরই তার পারফরমেন্স ছিল উজ্জ্বল। আর তাইতো ১১ কোটি রুপিরও বেশি দামে বিক্রি হয়েছেন আইপিএলে।

সূত্র: জিনিউজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি