১৫ দফা দাবি আদায়ে নৌ-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট
প্রকাশিত : ১৪:৫২, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৫১, ২৩ আগস্ট ২০১৬
বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবি আদায়ে সারাদেশের নৌ-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা এ ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহন। এদিকে দাবী পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
‘নুন্যতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুননির্ধারণ, নৌপথে সন্ত্রাস-ডাকাতি-চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে এই আন্দোলন। সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিকরা।
অনির্দিষ্টকালের এ ধর্মঘটে খুলনায় নৌ পরিবহন ব্যবস্থা অনেকটাই অচল হয়ে পড়েছে। শ্রমিক নেতারা জানান, বেতন বৈষম্যের ফলে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি মালিকদের জানানোর পরও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
বরিশালেও বন্ধ রয়েছে দুর পাল্লার নৌযান চলাচল। লাগাতার এ কর্মসুচী পালনে বিক্ষোভ করেন নৌযান শ্রমিকেরা।
নারায়ণগঞ্জে ৫ নং ঘাটে অবস্থান কর্মসূচী পালন করেন শ্রমিকেরা। তাদের দাবি না মানা পর্যন্ত কর্ম বিরতি অব্যাহত থাকবে বলে জানান তারা।
ধর্মঘটে পটুয়াখালী নদী বন্দর থেকে ১৮টি অভ্যন্তরীন রুটে কোন লঞ্চ ছেড়ে যায়নি। ধর্মঘটের খবর না জানায় বন্দরে এসে বিপাকে পড়েছেন অনেকেই। আর লঞ্চ চলাচল না করায় অলস সময় কাটছে শ্রমিকদের।
নৌ ধর্মঘটে মুন্সীগঞ্জে দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ থাকলেও মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ ও শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ সার্ভিস চালু রয়েছে।
মধ্যরাত থেকে মংলা বন্দরে বন্ধ রয়েছে যাত্রীবাহী নৌযান চলাচলসহ পণ্য খালাস ও পরিবহণের কাজ। কার্গো, কোস্টার, বার্জ ও লঞ্চসহ সকল নৌযানের শ্রমিকরা কর্মবিরতি পালন করায় অচল পুরো বন্দর।
একই অবস্থা চট্টগ্রাম সমুদ্রবন্দরেও। মজুরি বাড়ানোয় তেল পরিবহনকারী ট্যাংকার শ্রমিকেরা কর্মসুচীতে না থাকলেও যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী লাইটার জাহাজের শ্রমিকেরা এই কর্মসূচি পালন করছেন।
আরও পড়ুন