ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

১৬০ কি.মি. গতিতে বল করে ঝড় তুলল অনিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ২৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:০৮, ২৭ জানুয়ারি ২০১৮

চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে বল করলেন বাংলাদেশী পেসার অনিক। এ নিয়ে ২২ গজের পিচের বাইরে সামাজিক যোগযোগ মাধ্যমে ঝড় উঠেছে অনিককে নিয়ে।

গতকাল আসরের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। তারই প্রথম ইনিংসে করতে নেমে এ কীর্তি গড়েন বাংলাদেশের কাজী অনিক।

ইনিংসের ১৮ তম ওভারের ৩ নম্বর বলে অনিক যখন ভারতের পৃথিবী শাহকে আউট করে তখন টিভি স্ক্রিনে তার বলের গতি ঘন্ণ্টায় ১৬০ কিলোমিটার। অর্থ্যাৎ ৯৯ মাইল প্রতি ঘণ্টায়। অনিকের গতির সাথে তাল মিলাতে না পেরেই হয়তো ক্লিন বোল্ড আউট হন পৃথিবী।

অনিকের এমন গতির ঝড় নিয়ে এখন আলোচনা হচ্ছে সর্বত্র। কারণ যুব বিশ্বকাপ তো ভাল, মূল ধারার আন্তর্জাতিক ক্রিকেটেও বলের এমন গতি বিরল।

২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার। এটিই এখন পর্যন্ত কোন বোলারের সবথেকে দ্রুত গতির বল।

তাহলে অনিক কী হতে যাচ্ছেন বাংলাদেশের শোয়েব আখতার?    

 

এসএইচএস/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি