১৬ জুলাই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সারাদেশে হয়ে গেলো ভিটামিন-এ ওরিয়েন্টশন কর্মশালা
প্রকাশিত : ২০:৫১, ১৩ জুলাই ২০১৬ | আপডেট: ২০:৫১, ১৩ জুলাই ২০১৬
আগামী ১৬ জুলাই প্রথম ধাপে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সারাদেশে হয়ে গেলো ভিটামিন-এ ওরিয়েন্টশন কর্মশালা।
জাতীয় ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এবছর পাবনা জেলায় ১ হাজার ৯৪৪টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৭ লাখ ৮৬ হাজার ৩৯৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। পাবনার বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁয়ে ৪ হাজার ৩শ’ ৭৭ জন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, স্বেচ্ছাসেবক ও ১ম সারির সুপারভাইজার নিয়োজিত থাকবেন ভিটামিন এ ক্যাম্পেইনে। এ বছর ব্রাহ্মণবাড়িয়ার ৯ টি উপজেলায় ৬-১১ মাস বয়সী ৫৫ হাজার ২শ ৮৪ জন ও ১২-৫৪ মাস বয়সী ৪ লাখ ৬৬ হাজার ৪শ৫২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।
আরও পড়ুন