ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

১৬ তলা থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু, চিরকুট উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ২ জুন ২০২২ | আপডেট: ০৯:০৬, ২ জুন ২০২২

রাজধানীর আদাবর থানাধীন জাপান গার্ডেন সিটির ১৬ তলা থেকে পড়ে জাইনা হাবিব প্রাপ্তি (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ঘটনাটি ঘটে। প্রাপ্তি ঢাবির হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের ১০২ নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। নোয়াখালী সদরের হাবিবুল আজিজের দুই সন্তানের মধ্যে ছোট প্রাপ্তি।

এ ঘটনায় ওই ভবনের ছাদ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

চিরকুটে প্রাপ্তি লিখেছেন, ‘‘আমার জীবন একটা ব্যর্থ জীবন। না পারলাম বাবা-মাকে খুশি করতে, না পারলাম অন্য কাউকে খুশি করতে। একটা ঘটনা জানার পরও যখন কেউ চুপ করে থাকে তখন সত্যিই সবকিছু অর্থহীন মনে হয়। আমি গেলে কিছু আসবে-যাবে না, আমি জানি। 

‘‘Because every person is replaceable. আমরা কাদেরকে ভালোবাসি তারা সেটা জানে। কে বেশি কষ্ট পাবে সেটাও জানি। But nothing makes sence anymore. The pain helps increasing. Now tell me how much a person can take.
Prapti, June 1, 2022।’’

এ বিষয়ে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী বলেন, ‘‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মেয়েটি আত্মহত্যা করেছেন। ছাদ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে তার জীবনের দীর্ঘ হতাশার কথা উল্লেখ করেছেন তিনি।’’

চিরকুটের কথা উল্লেখ করে এসি মুজীব পাটোয়ারী বলেন, ‘‘পারিবারিকসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি হতাশার কথা লিখেছেন। একজন মানুষ পৃথিবী থেকে চলে গেলে রিপ্লেস আরেকজন পাওয়া যায় বলেও তিনি লিখেছেন।’’

পুলিশ সূত্র জানায়, ওই ভবনের ছাদে কোমর সমান উঁচু রেলিং ছিল। বিকেল ৫টার দিকে সেখান থেকে পড়ে যান প্রাপ্তি। তখন বৃষ্টি হচ্ছিল। ঠিক কী কারণে তার মৃত্য হয় তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জাপান গার্ডেন সিটির ভবন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন গণমাধ্যমে বলেন, ‘‘মাগরিবের নামাজের আগে হঠাৎ করে বিকট শব্দ হয়। আমরা দৌড়ে এসে দেখি নিচে একজন রক্তাক্ত হয়ে পড়ে আছেন। মনে হলো ছাদ থেকে লাফ দিয়ে পড়েছেন। কারণ পুরো শরীর থেঁতলে গেছে।’’

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি