ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৭০ জনকে নিয়োগ দেবে পায়রা বন্দর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ২৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

জনবল নিয়োগ দেবে পায়রা বন্দর। প্রতিষ্ঠানটি অস্থায়ীভাবে ৬০ পদে মোট ১৭০ জনকে নিয়োগ। এই লক্ষ্যে আজ সোমবার বিভিন্ন জাতীয় দৈনিকে আবেদন চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরির প্রতি আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন এসব পদে। তার আগে দেখে নিন বিজ্ঞপ্তি। মিলিয়ে নিন যোগ্যতার মাপকাঠি।

পদের নাম ও পদ সংখ্যা:

উপ-প্রধান প্রকৌশলী (জেটি এন্ড হারবার)-১ জন, যুগ্ম-পরিকল্পনা প্রধান- ১জন, ডক মাস্টার- ১জন, নির্বাহী প্রকৌশলী (সিভিল)-২ জন, উপ-পরিচালক(ব্রেক বাল্ক)-১ জন, উপ-পরিচালক (বাজেট)-১ জন, উপ-পরিচালক(অডিট)-১ জন, উপ-পরিচালক(ইআর)-১ জন, উপ-পরিচালক(প্রোগ্রামার)-১ জন, সিনিয়র হাইড্রোগ্রাফার(ফিল্ড)- ০১ জন, সিনিয়র সহকারী প্রধান (প্রোগ্রামিং এন্ড এপ্রাইজাল)- ১জন, পাইলট-২ জন, সহকারী পরিচালক (নিরাপত্তা)-১ জন, সহকারী পরিচালক(ইআর)-১ জন, সহকারী পরিচালক(এস্টেট)-১ জন, সহকারী পরিচালক( হিসাব) ১ জন, সহকারী সচিব(সমন্বয়)-১ জন, সহকারী ড্রেজিং মাস্টার-১ জন, সুপারিনটেনডেন্ট)(লাইট ও মুরিং)-১ জন, মেডিকেল অফিসার-১ জন, সহকারী প্রধান (প্রোগ্রামিং) -১ জন, সহকারী প্রকৌশলী (সিভিল)- ২ জন, সহকরী প্রকৌশলী(বিদ্যুৎ)- ১ জন, সহকারী প্রকৌশলী(যান্ত্রিক)-১ জন, একান্ত সচিব)- ১ জন, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-৪ জন, উপ-সহকারী প্রকৌশলী(বিদ্যুৎ) -১ জন, উপ-সহকারী প্রকৌশলী(যান্ত্রিক)-১ জন, কানুনগো- ১ জন, প্রশাসনিক কর্মকর্তা- ১ জন, নিরাপত্তা কর্মকর্তা- ১ জন, সিনিয়র স্টাফ নার্স-১ জন, ফার্মাসিষ্ট -১ জন, ইনল্যান্ড মাস্টার(প্রথম শ্রেণী)-১ জন, তত্ত্বাবধায়ক-৩ জন, ইঞ্জিন  ড্রাইভার(১ম শ্রেণী)- ১ জন, ব্যক্তিগত সহকারী- ১ জন, ট্রাফিক ইন্সপেক্টর-১ জন, একাউনটেন্ট-৩ জন, প্রধান সহকারী-৬ জন, সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর-১ জন, সহকারী ট্রাফিক ইন্সপেক্টর- ২জন, সিনিয়র একাউন্টেস্ এসিসট্যান্ট-২ জন, উচ্চমান সহকারী-৫ জন, লাইটিং মেকানিক-২ জন, জুনিয়র স্টাফ নার্স- ১ জন, ল্যান্ড সর্ভেয়ার – ২ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক -১৮ জন, ডাটা এন্ট্রি অপারেটর-৩ জন, সহকারী সাব ইন্সপেক্টর- ৬ জন, ‍জুনিয়র একাউন্টস্ এসিসট্যান্ট – ৩জন, জুনিয়র এডিট এসিসট্যান্ট-১ জন, গাড়ী চালক (ভারী/ হালকা)-৪ জন, সুকানী -১ জন, গ্রীজার-৪ জন, লস্কর- ৭ জন, অফিস সহায়ক- ১৯ জন, খালাসী- ৪ জন, পরিচ্ছন্নতা কর্মী-৬ জন, নিরাপত্তা রক্ষী-৩২ জন।

আবেদনের যোগ্যতা:

 প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে।বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে।  

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীরা (http://ppa.teletalk.com.bd)  ওয়েব সাইট থেকে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন । আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদন শুরু হবে ২৫ অক্টোবর,২০১৭ ইং সকাল ১০ টা থেকে ।

আবেদনের শেষ সময় :

 ২৩ নভেম্বর, ২০১৭ ইং তারিখের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি সম্পর্কে  বিস্তারিত জানতে পায়রা বন্দরের নিজস্ব ওয়েব সাইট(www.ppa.gov.bd) দেখুন ।

/ এম / এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি