ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৮০ ডিগ্রি মাথা ঘুরিয়ে রেকর্ড (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ৯ জুন ২০২১

Ekushey Television Ltd.

দুই হাত দিয়ে নিজের মাথা ধরে তা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিতে পারেন এক যুবক। এরকম একটি ভিডিও প্রকাশ পেয়েছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে। নিজের টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন ওই যুবক। 

এতে দেখা যায়, মাঝরাস্তার দাঁড়িয়ে ওই যুবক হাত দিয়ে নিজেই নিজের মাথা ঘুরিয়ে দিচ্ছেন। ভিডিওটিতে শোনা যায়, অনেকে বিস্ময় প্রকাশ করছেন। তিনি এটি কীভাবে করলেন তা জানতে চাইছেন কেউ কেউ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে কৌতূহল জাগিয়েছে। কারণ সাধারণত মানুষ তার ঘাড় কোনোভাবেই ১৮০ ডিগ্রি ঘোরাতে পারার কথা নয়। কিন্তু এই যুবক কীভাবে এটি সম্ভব করলেন তা নিয়ে চলছে নানা আলোচনা।

যদিও যুবকটির এই কাণ্ড প্রসঙ্গে এক বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘বিশ্বে খুব কম মানুষেরই এই গুণ রয়েছে। হাইপারমোবাইল জয়েন্টস বা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের জন্য অনেকেই এটি করতে পারেন।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি