১৮০ মিলিয়ন ইউরোয় এমবাপেকে কিনছে রিয়াল
প্রকাশিত : ১৫:৪১, ২৬ জুলাই ২০১৭ | আপডেট: ২২:২১, ২৭ জুলাই ২০১৭
নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোয় কিনতে চেয়ে চমক লাগিয়ে দিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। এবার মোনাকোর স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে ১৮০ মিলিয়ন ইউরো দিয়ে কেনার আগ্রহ দেখাল ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
১৮ বছর বয়সি এমবাপে ফরাসি ক্লাব মোনাকের হয়ে এখন পর্যন্ত দুটি মৌসুম খেলেছেন। রিয়ালের এমবাপেকে কেনার সংবাদটি জানিয়েছে স্প্যানিশ ক্লাব মার্কা।
কিলিয়ান এমবাপেকে কেনার জন্য মোনাকোর সঙ্গে সব আলোচনাই সেরেছে রিয়াল। মার্কার খবরটি সত্যি হলে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার হবেন এমবাপে। তবে নেইমার যদি পিএসজিতে যান তাহলে তিনিই হবেন সবচেয়ে দামি ফুটবলার। তার সঙ্গে ছয় বছরের চুক্তি করতে চায় রিয়াল।
//আর//এআর