ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

১৮ জুন : ইতিহাসে আজকের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ১৮ জুন ২০২১

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৮ জুন, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ১৮ জুনের ঘটনাবলি :
৭০৬ -  খলিফা ওয়ালিদ ইবনে আবদুল মালেক কর্তৃক বিখ্যাত মসজিদ জামে দামেস্ক নির্মিত।
১৫৭৬ - রানা প্রতাপ ও সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয়।
১৭৭৮ - আমেরিকার বিপ্লব যুদ্ধে ব্রিটিশরা ফিলাডেলফিয়া ত্যাগ করে।
১৮১২ - মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮১৫ - ইংরেজ ও জার্মানদের মিলিত শক্তির বিরুদ্ধে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্ত পরাজয় বরণ করেন।
১৮৩০ - ফ্রান্স আলজেরিয়া দখল করে।
১৮৮৭ - জার্মানি ও রাশিয়ার মধ্যে রি-ইনস্যুরেন্স চুক্তি সম্পাদিত হয়।
১৯০৮ - ইউনিভার্সিটি অব ফিলিপিনস প্রতিষ্ঠা হয়।
১৯১৩ - মাসিক সাহিত্য পত্রিকা ‘ভারতবর্ষ’ প্রকাশিত হয়।
১৯৪৪ - সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির সংগ্রাম শুরু করে।
১৯৫৩ - জেনারেল এম নাগিরকে প্রেসিডেন্ট করে মিসরকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৯৬৫ - এয়ার ভাইস মার্শাল এনগুয়েন কাওকির দ. ভিয়েতনামের প্রধানমন্ত্রী পদে ক্ষমতারোহণ।
১৯৭২ - বঙ্গবন্ধু সুপ্রিমকোর্ট উদ্বোধন করেন।
১৯৭৩ - ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজফ্ফর আহমদের মৃত্যু।
১৯৭৫ - সৌদি বাদশা ফয়সালকে হত্যার দায়ে তার ভাতিজা প্রিন্স মুসায়েদের প্রকাশ্যের শিরশ্ছেদ।
১৯৭৯ - যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভিয়েনায় দ্বিতীয় সল্ট চুক্তি সম্পাদিত হয়।
১৯৯৭ - ক্রিকেটে বাংলাদেশের আন্তর্জাতিক ওয়ান ডে স্ট্যাটাস মর্যাদা লাভ।
১৯৯৭ - তুরস্কের ইসলামপন্থী প্রধানমন্ত্রী নাজম উদ্দীন আরবাকান কট্টর ইসলাম বিদ্বেষী ও ধর্মনিরপেক্ষতাবাদী সেনা বাহিনীর চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
১৯৯৭ - কম্বোডিয়ার পলাতক খেমারুজ নেতা পলপটের আত্মসমর্পণ।
১৯৯৯ - ২৯ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান।
২০০৪ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান।

আজ যাদের জন্ম হয় :
১৯০৩ - আলোন্জো চার্চ, মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ।
১৯৪২ - পল ম্যাককার্টনি, ইংরেজ পপ সঙ্গীত তারকা।
১৯৪২ - দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবাকি।
১৯৫০ - মাহফুজ আনাম, বাংলাদেশি সাংবাদিক।
১৯৬২ - লিসা র‌্যান্ডল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্কিন পদার্থবিজ্ঞানের অধ্যাপক।

আজ যাদের মৃত্যু হয় :
১৯৩৬ - রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি।
১৯৭৮ - রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহেদুর রহিম।
২০০২ - নীলিমা ইব্রাহিম, বাঙালি শিক্ষাবিদ।
২০১০ - পর্তুগীজ নোবেলজয়ী কথাসাহিত্যিক হোসে সারামাগোর।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি