১৯৫২ সালে শান্তি সম্মেলনে যোগ দেন শেখ মুজিব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-২৯)
প্রকাশিত : ২১:২৩, ৩ এপ্রিল ২০২৩
শেখ মুজিবের বয়স তখন ৩২। প্রথমবারের মতো বিদেশ ভ্রমণ করেন তিনি। তৎকালীন পাকিস্তান প্রতিনিধিদলের সদস্য হিসেবে আমন্ত্রণ পান চায়না যাওয়ার। উদ্দেশ্য শান্তি সম্মেলনে যোগ দেয়া। ১৯৫২ সালের ২ অক্টোবর শুরু হওয়া শান্তি সম্মেলন শেষ হয়েছিল ১২ অক্টোবর। বঙ্গবন্ধু ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলেন ২৫ সেপ্টেম্বর। প্রথমে রেঙ্গুন হয়ে যান ব্যাংকক। সেখান থেকে হংকং। তারপর ট্রেনে করে যান ক্যান্টন। অতপর বিমানে পৌঁছান পিকিং বা আজকের বেইজিং শহরে। পিকিংয়ের ঐ শান্তি সম্মেলনে ৩৭ টি দেশের ৩৭৮ প্রতিনিধি অংশ নেন।
ঐ সময়কার চীন সফর নিয়ে শেখ মুজিব পরবর্তীতে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেছেন লেখার মাধ্যমে। এই ভ্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি যে বর্ণনা করেছেন তা যেমন চিত্তাকর্ষক তেমনি শিক্ষণীয়।
চীনের ঐ সম্মেলনে তিনি বক্তৃতা করেন বাংলায়। কিছুদিন আগেই ভাষার দাবিতে শহীদ হয়েছেন বাংলার দামাল ছেলেরা। ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতি স্মরণ করে দেয়া তাঁর ঐ বক্তব্য বিশ্ববাসীর কাছে বাংলাকে পরিচয় করে নবরূপে।
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন)
email: podderakhil@gmail.com