ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৯৫৩ সালে কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-৩০)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ৪ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

১৯৫৩ সালের ২৭ জুলাই আবুল কাসেম ফজলুল হক কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) গঠন করেন। সভাপতি নির্বাচিত হন এ কে ফজলুল হক নিজে। সাধারণ সম্পাদক হন আবদুল লতিফ বিশ্বাস। মুসলিম লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশিম খেলাফতে রাব্বানী পার্টি গঠন করেন। ১৯৫৩ সালের শেষে কিশোরগঞ্জের মাওলানা আতাহার আলী গঠন করেন নেজামে ইসলাম পার্টি। মুসলিম লীগ সরকার কমিউনিস্ট পার্টিকে ১৯৪৮ সালে বেআইনি ঘোষণা করেছিল। তবে ছিল কংগ্রেস, তফসিলি ফেডারেশন, সোশ্যালিস্ট পার্টি ও গণতন্ত্রী দল। 

১৯৫৩ সালের ৩ থেকে ৫ জুলাই মুকুল সিনেমা হলে অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের দ্বিতীয় কাউন্সিল। ৯ জুলাই কাউন্সিল শেষে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। পাকিস্তান গণপরিষদের সাধারণ নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে মওলানা ভাসানী, এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মধ্যে ঐক্যের চেষ্টা হয়। এই লক্ষ্যে ১৪ নভেম্বর দলের বিশেষ কাউন্সিল ডাকা হয়। এতে যুক্তফ্রন্ট গঠনের প্রস্তাব সবাই গ্রহন করে। 

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি