ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

১৯ মে : ইতিহাসের আজকের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১৯ মে ২০২০

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৯ মে ২০২০, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ১৯ মে ঘটনাবলি :
১৫২১ - ওসমানিয়া সাম্রাজ্যের সেনাবাহিনী ব্যাপক সংঘর্ষের পর বেলজিয়ামের রাজধানী বেলগ্রেড দখল করে নেয়।
১৫৩৬ - পুত্র সন্তান জন্মদান ব্যর্থতার অভিযোগে ইংল্যান্ডের রাজা অস্টম হেনরীর দ্বিতীয় স্ত্রী এ্যানি বোলিয়েনের শিরশ্ছেদ।
১৫৬৮ - ইংল্যান্ডের রাণী ১ম এলিজাবেথ স্কটল্যান্ডের রাণী মেরীকে গ্রেপ্তারের নির্দেশ।
১৫৮৮ - স্প্যানিশ আর্মাডার ইংল্যান্ড আক্রমনের উদ্দেশ্যে যাত্রা।
১৬৩৫ - স্পেনের বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা।
১৬৪৯ - পার্লামেন্ট সদস্যদের হাতে রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইংল্যান্ডকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৮৯৭ - ইংরেজ কবি অস্কার ওয়াইল্ডের কারামুক্তি।
১৯৩০ - দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ মহিলাদের ভোটাধিকার প্রয়োগ।
১৯৩৬ - বৃটিশ আবিষ্কারক ওয়াটসন ওয়াট রাডার নির্মাণ করেন।
১৯৪৩ - তৎকালীন বৃটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন রুজভেল্ট ইংলিশ চ্যানেল অতিক্রম করে জার্মান অধিকৃত ফ্রান্সের উপকুল নর্মান্ডিতে মিত্রপক্ষের সৈন্য অবতরণের একটি তারিখ নির্ধারণ করেছিলেন।
১৯৫৪ - ভারত-মার্কিন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৮৯ - বেজিংয়ে সামরিক শাসন জারি।
১৯৯৩ - মেডেলিনে কলম্বিয়া জেটলাইনার বিধ্বস্ত হয়ে ১৩২ জন নিহত।
১৯৯১ - সাবেক যুগশ্লাভিয়াভুক্ত ক্রোয়েশিয়ীদের স্বাধীনতার জন্য গণভোট।
১৯৯৪ - মালাবিতে প্রথম বহুদলীয় নির্বাচনে বাকিলি মুলুজের কাছে ৩০ বছরের সামরিক শাসক কামুজুবান্দা পরাজিত।
১৯৯৭ - বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড়ে সাড়ে ৩ শতাধিক প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি।
২০০১ - প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্বোধন।

আজ যাদের জন্মতারিখ :
১৯০৮ - মানিক বন্দ্যোপাধ্যায়, একজন বাঙালি কথাসাহিত্যিক।
১৮৮১ - তুরস্কের প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্ক।
১৮৯০ - হো চি মিন।
১৯২৫ - মার্কিন ইসলামী ধর্মীয় নেতা ম্যালকম এক্সে।
১৯৩৪ - বৃটিশ বংশোদ্ভুত ভারতীয় লেখক রাস্কিন বন্ড।

আজ যাদের মৃত্যু হয় :
১৯৩৫ - লরেন্স অব এ্যারাবিয়া নামে পরিচিত টি. ই. লরেন্স।
১৯৫৮ - স্যার যদুনাথ সরকার, স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ।
১৯৬৬ - আইনজীবী ও সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের মৃত্যু।
১৯৭০ - অভিধানকার, লেখক ও চিন্তাবিদ কাজী আবদুল ওদুদের মৃত্যু।
১৯৯৪ - সাবেক আমেরিকান ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি ওনাসিস।
২০১২ - সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি