ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

১৯ রমজানেই চড়া গরম মসল্লার বাজার (ভিডিও)

প্রকাশিত : ১৬:০৩, ২৪ মে ২০১৯

১৯ রমজানেই চড়া গরম মসল্লার বাজার। হঠাৎ করেই দাম বেড়েছে বেগুনের। তবে অন্যান্য সবজির দর স্থিতিশীল। দাম কমেছে চিনি, ছোলা, আর ব্রয়লার মুরগির।

বাজারে হরেক রকম সবজি। সরবরাহও ভালো। তবে হঠাৎ বেড়েছে বেগুনের দাম। অন্যান্য সবজি আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে আগের দামে।

বিক্রেতাদের দাবি, ন সবজির বাজার স্থিতিশীল। ক্রেতাদেরও বলছেন, দাম এখনো সহনীয়।

পেঁয়াজ রসুন আদা আগের দামেই বিক্রি হচ্ছে। তবে বেড়েছে গরম মসলার দর। এলাচ ২৩৫০ টাকা কেজি দরে হচ্ছে। গত সপ্তাহে ছিলো ২১৫০টাকা। দাম বেড়েছে দারুচিনিরও। কমেছে ছোলা আর চিনির দাম।

বাজারে মাছের সরবরাহ থাকলেও দাম চড়া। পাপদা ৫শ, মলা ৪০০, আর রুই ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কমেছে কেজি ১৪০ টাকা।

বিস্তারিত দেখুন ভিডিওতে :


এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি