ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

১ কেজি ইলিশের দাম ১৭শ’ টাকা (ভিডিও)

প্রকাশিত : ১৬:৫২, ১২ এপ্রিল ২০১৯

পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের দাম সাধারনের নাগালের বাইরে। ১ কেজি ওজনের ইলিশের দাম হাকা হচ্ছে ১৫ শ থেকে ১৭শ টাকায়। বড় আকারের তরমুজ বিক্রি হচ্ছে আড়াইশ থেকে ৫শ টাকায়। ক্রেতা-বিক্রেতারা বলছেন বৈশাখকে সামনে রখে সবজির দামও বাড়তি। 

কড়া নাড়ছে বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই সাপ্তাহিক বাজারের দিনে মাছের রাজার বাজারও চড়া। বিত্তবানরা কিনছেন ইলিশ।

সবজি বাজারও চড়া। এককেজি পেঁপের ৪০ টাকা। বেগুন ৬০, টমেটো ৫০, গাজর ৪০টাকা কেজি দওে বিক্রি হচ্ছে।

বাংলা নবর্ষকে ঘিরে বিক্রি বেড়েছে মৌসুমী ফলের। ভাল মানের বড় আকারের কাঠাল বিক্রি হচ্ছে ৩শ থেকে ১ হাজার টাকায়। আর প্রতিটি বাঙ্গি বিক্রি হচ্ছে ৬০ থেকে ২শ টাকায়। তরমুজের দরও চড়া।

উৎসবের দিনে নানা পদের শুকনো মিস্টিও কিনছেন অনেকে। গজার কেজি ১শ,কদমার কেজি ১২০, খই বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।

বৈশাখকে সামনে রেখে মিস্টির দোকানগুলোতে রয়েছে নানা আযোজন।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি