ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

১ টাকায় রোগী দেখছেন চিকিৎসক সুমাইয়া (ভিডিও)

বদরুল হাসান লিটন, রাজশাহী থেকে

প্রকাশিত : ১৩:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৩

১ টাকা ভিজিটে রোগী দেখছেন রাজশাহীর চিকিৎসক সুমাইয়া বিনতে মোজাম্মেল। বাবার ইচ্ছা পূরণে জনসেবামূলক এ উদ্যোগ নিয়েছেন তিনি। 

রাজশাহীর সাহেব বাজার মনিচত্বরে এই ওষুধের দোকানেই রোগী দেখেন ডাক্তার সুমাইয়া। শনি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগী দেখেন তিনি। 

রোগীরা জানান, যেখানে হাজার টাকারও বেশি ভিজিট দিয়ে কাঙ্ক্ষিত সেবা পাওয়া দুষ্কর, সেখানে মাত্র ১ টাকা নিয়ে উন্নতমানের চিকিৎসা দিচ্ছেন এই চিকিৎসক।

রোগীরা জানান, ১ হাজার টাকার বেশি ভিজিট নিয়ে চিকিৎসকরা সর্বোচ্চ যে সময়টা দিয়ে দেখেন তার চেয়ে ১ টাকায় আন্তরিকতার সঙ্গে এই আপু দ্বিগুণ সময় আমাদের দিচ্ছেন। অনেক সময় নিয়ে সব সমস্যা শুনছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা দিচ্ছেন।

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করা ডাক্তার সুমাইয়া। করোনাকালীন সময়ে গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন। 

ডা. সুমাইয়া বিনতে মোজাম্মেল বলেন, “১ টাকার বিষয়টা অনেকে জানতে চাচ্ছেন যে, ১ টাকা কেন? আমার একটা ছোট্ট চ্যারিটি অর্গানাইজেশন আছে, এটি আমি পড়াশুনাকালীন সময় থেকে চালাই। বিশেষ করে করোনার সময়টায় শুরু করি।”

পরিবারের অনুপ্রেরণা থাকলেও মাত্র এক টাকার বিনিময়ে রোগী দেখায় অনেকের বিরূপ মন্তব্য শুনতে হয়েছে সুমাইয়াকে। তা আমলে না নিয়ে এ কাজ চালিয়ে যেতে চান তিনি।

ডা. সুমাইয়া বলেন, “এ সময়টুকু চ্যারিটির জন্য দিচ্ছি, জনসেবার জন্য দিচ্ছি। এর মানে এটা নয় যে, টাকা না দিলে আমি রোগী দেখবো না, এটা তো আমার পেশা। ওটা তো আমাকে করতেই হবে।”

মেয়ের এমন জনসেবামূলক কাজে তৃপ্ত সুমাইয়ার বাবা। 

মীর মোজাম্মেল আলী বলেন, “আমি চাই জনগণের সেবা, জনগণকে মূল্যায়ন করা। যাদের কথা কেউ ভাবে না আমার মেয়েরা তাদের কথা ভাবছে, এটা আমার ভালো লাগছে।”

ডাক্তার সুমাইয়ার এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।  

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি