ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

২দিন ব্যাপী দুবাই গ্লোবাল বিজনেস সম্মেলনের বর্ণাঢ্যর্ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ২৩ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ২২:৪২, ২৩ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশকে এগিয়ে নিতে প্রবাসীদের সহযোগিতার অপরিহার্য। শীঘ্রই প্রবাসীদের ন্যায্য দাবি  NRB কার্ড প্রদানের প্রত্যয়ের মধ্য দিয়ে শুরু হল দুইদিন ব্যাপী গ্লোবাল বিজনেস সম্মেলন ২০২৩। নতুন প্রজন্মকে আমাদের জাতিসত্তা ও শিকড়ের সাথে যোগসূত্র গঠনের পক্ষে NRB world এর জন্ম বলে অভিহিত করেন এনআরবির সভাপতি শহীদুজ্জামান। অনুষ্ঠানটি  পরিচালনা করেন  নীল হুরে জাহান। 

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে ভয়েস আমেরিকার খ্যাত সাংবাদিক রোকেয়া হায়দার বলেন- আমরা আজ এখানে একত্রিত হয়েছি একজনের সাথে আরেকজনের যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য। বাংলাদেশে প্রথম প্রবাসে আসে জীবিকার জন্য । কিন্তু এখন প্রবাসীরা শিক্ষা ও ব্যবসার ক্ষেত্রে এগিয়ে। প্রতিবছর অনেক নতুন প্রজন্ম শিক্ষাগ্রহণে পাড়ি জমান প্রবাসে। 

কোডেক্স ট্রাস্ট এর কর্ণধার আজিজ আহমেদ তার বক্তব্যে বলেন- আমাদের প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধ আছে। সবাই এগিয়ে আসলেই এই সংগঠনটি এগিয়ে যাবে। মোহাম্মদ আইয়ুব আলী তার বক্তব্যে সরকারের কাছে বৈধ পথে টাকা পাঠানোর সকল প্রতিবন্ধকতা দূর করে একটি সুস্থ চ্যানেল তৈরীর কথার অনুরোধ জানান । 

দুবাই সরকারের বিশেষ প্রতিনিধি ডাঃ ইসমাইল বুয়াল হাউস বলেন- দুবাই হচ্ছে পৃথিবীর independent রাজধানী। আমাদের সরকার দুবাইতে  বিজনেস করতে সহযোগিতা  করে থাকেন। যে কেউ অল্প খরচে দুবাইতে শুরু করতে পারেন । 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সবুর খান, হামিদ হোসেন, জহির উদ্দিন, বশির আহমেদ, রেহান রেজা, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন, আশীষ কুমার সরকার, বি এম জামাল হোসেন। অ্যাম্বাসেডর মোহাম্মদ আবু জব্বর বলেন- আমাদের টাকার ভারসাম্যকে কমিয়ে আনতে স্কেল ডেভেলপমেন্ট এর বিকল্প নেই।  NRB এগিয়ে আসলেই এই ভারসাম্যতা  অনেকটা কমে আসবে । 

স্বাধীন ল্যাব এর বাংলাদেশ প্রবাস হাজানুর রহমান এনআরবি ওয়ার্ল্ড এর ওয়েবসাইট উন্মোচন করেন। অনুষ্ঠানে আগত অতিথিদের বিজনেস আমেরিকা ২০২৩ এর মোরগ উন্মোচন করেন।  সভাপতি শহিদুজ্জামান জানান,শীঘ্রই এনআরবি মোবাইল অ্যাপ উন্মোচন হবে। তিনি সকল প্রবাসদের কাছে অনুরোধ রাখেন নতুন প্রজন্মকে জায়গা করে দেওয়ার।

সিনেটর শেখ রহমান তার বক্তব্যে বলেন- এমন বিজয়ের মাসে বাংলাদেশের জন্ম না হলে আমি usa সিনেটর হতে পারতাম না। তিনি আরো বলেন , আমাদের উচিত আমাদের নতুন প্রজন্মকে  বাংলা ভাষা শিখাতে হবে তবেই তারা আমাদের সাথে হতে পারবে। 
যুক্তরাজ্যে পার্লামেন্টারিয়ানের ফয়সাল চৌধুরী তার বক্তব্যে বলেন, স্বপ্নকে বড়করে  দেখতে হবে তবেই আমাদের ধরা দিবে। আমাদের দেশের রাজনীতি পাশে আমাদেরকে  বিভক্ত করেছে। আমাদের উচিত আমরা যেখানে বসবাস করি সে দেশের রাজনীতির সাথে যুক্ত হওয়া, তবেই দেশ উপকৃত হবে। এই প্লাটফর্মটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ চলার স্থান। 

এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি তার বক্তব্যে বলেন- এনআরবি প্রতিষ্ঠিত হয় প্রবাসী পরবর্তী প্রজন্মকে আমাদের মাতৃভূমির সাথে  যোগ সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের জন্ম। তিনি আরো বলেন, আমরা সংগঠনটির উদ্যোগ নিয়েছি, কিন্তু এগিয়ে নেয়ার  দায়িত্ব আপনাদের। তিনি বলেন দেশ আমাদের অনেক কিছু দিয়েছে আমরা দেশের কাছে ঋণী এখন আমাদের সময় এসেছে এই ঋণ শোধ করার। আর তা সম্ভব এনআরবি ওয়ার্ল্ড এর সাথে যুক্ত হয়ে। তিনি সরকারের কাছে অবিলম্বে এনআরবি কার্ড প্রদানের প্রয়োজনীয়তা ও প্রস্তাবনা তুলে ধরেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি