ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

২০`র ঘরে আটকে গেল জিম্বাবুয়ের ৫ ব্যাটসম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ১৬ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:১১, ১৬ মার্চ ২০১৮

জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ালিফায়িং ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বাজে সূচনা করেছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ১৩৭ রান।

আয়ারল্যান্ড টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায়। তবে টপ অর্ডারের ব্যাটসম্যানদের সবাই দুই অঙ্কের ঘরে পৌছালেও ইনিংসকে লম্বা করতে পারেননি কেউ। এখন পর্যন্ত এরভিন লড়াই চালিয়ে গেলেও তিনি ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

এরআগে সেপাস জুয়াও ২০ রান, হামিলটন মাসাকাদজা ১৮, ব্রেন্ডন টেলর ২৫ এবং সলোমন মির ১১ রান করেন।আয়ার‌ল্যান্ডের ম্যাকব্রাইন ৮ ওভারে ৩৩ রান করে দুই উইকেট নিয়েছেন।

সূত্র: ইএসপিএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি