ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০০ কোটির পথে ‘দ্য কেরালা স্টোরি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ২০ মে ২০২৩ | আপডেট: ১৩:৩৩, ২০ মে ২০২৩

Ekushey Television Ltd.

বক্সঅফিসে বড় সাফল্য 'দ্য কেরালা স্টোরি'র। এই বছরের ভারতীয় নির্বাচিত সুপারহিট ছবির তালিকায় রয়েছে এই ছবি। ইতিমধ্যেই  'দ্য কেরালা স্টোরি 'ছবিটি মুক্তির ১৫ দিন পেরিয়ে গিয়েছে। তবে প্রেক্ষাগৃহে দেখার জন্য লোকের সংখ্যা কমেনি। সপ্তাহের মাঝেও এই ছবি ভাল সাড়া দিয়েছে দর্শকের তরফে। ইতিমধ্যেই ১৫০ কোটির সীমানা পেরিয়ে ২০০ কোটির পথে এগোচ্ছে 'দ্য কেরালা স্টোরি'।

আদাহ্ শর্মা অভিনীত ছবিটি গত  ১৪ দিনে ১৭১ কোটি টাকার উপরে ব্যবসা করেছে। অন্যদিকে, ১৫ তম দিনে গত শুক্রবার ৬ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। আর এইভাবেই ধীরে ধীরে ছবিটি ২০০ কোটির পথে এগোচ্ছে এবার।

উল্লেখ্য, অশান্তির আশঙ্কার কথা বলে 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করেছিল রাজ্য সরকার।

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি