ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০১৭ সালে সর্বোচ্চ আয় যে অভিনেত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ৩১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শুধু জনপ্রিয়তাই নয়, সর্বোচ্চ আয়ের রেকর্ডও ঘরে তুলেছেন হলিউডের ইসরায়েলি অভিনেত্রী গাল গাদোত। হলিউডের ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ সিনেমায় অসাধারণ অভিনয়ের কারিশমা দেখিয়ে তিনি মন জয় করে নেন দর্শকদের। এরপর ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ বেশ কৃতিত্ব রেখেছেন এই আবেদনময়ী অভিনেত্রী।  

এবার ২০১৭ সালে এসে তিনি একেবারে বাজিমাত করে দিলেন হলিউড ইন্ডাস্ট্রিতে। ২০১৭ সালে মুক্তি পাওয়া সুপার হিট চলচ্চিত্র ‘ওয়ান্ডার ওম্যান’ এ অসাধারণ অভিনয় করে গাল গাদোত সবচেয়ে বেশি টাকা কামিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ‘ফোর্বস’ ম্যাগাজিনের জরিপে দেখা যায়, এ বছর সর্বোচ্চ আয়ের অভিনেতা হয়েছেন ভিন ডিজেল। এরপর দ্বিতীয় হয়েছেন ‘দ্য রক’ জনসন। আর তৃতীয় স্থানে রয়েছেন গাল গাদোত। অভিনয় শিল্পীদের মধ্যে গাল গাদোত তৃতীয় হলেও, অভিনেত্রীদের মধ্যে তিনিই প্রথম।

 

সূত্র: ভেরাইটি।

 

এসি/ টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি