ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

২০১৮ সালের সেরা ‘পরামর্শ’ স্বস্তিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ১ জানুয়ারি ২০১৯

বছর শেষ। এসেছে নতুন বছর। আর তাই হিসেবের খাতা নিয়ে বসেছিলেন অভিনেত্রী স্বাস্তিকা। নতুন বছর শুরুর আগের দিন অর্থাৎ বছরের শেষ দিন নিজেকে ঝালিয়ে নিলেন তিনি। এ সময় ২০১৮ সালের সেরা একটি পরামর্শ দিয়েছেন এ অভিনেত্রী।
স্বস্তিকার মতে ২০১৮-র সেরা পরামর্শ হচ্ছে-

‘প্রতারক মনে করে সকলেই প্রতারণা করছে। মিথ্যেবাদী মনে করে সকলেই মিথ্যে কথা বলছে। এটা মনে রাখতে হবে।’

এমনই এক বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। তার মতে, ২০১৮-র সেরা পরামর্শ এটাই।
২০১৮ ভালোই কেটেছে স্বস্তিকার। তবে ক্যারিয়ারের দিক থেকে তার সেরা পাওনা মরাঠি সিনেমা ‘আরন’। এর মধ্য দিয়ে মরাঠি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করলেন অভিনেত্রী। আর ডেবিউতেই দর্শকদের বড় একটি অংশের প্রশংসাও পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৯-এর জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘শাহজাহান রিজেন্সি’। সে সিনেমার ট্রেলারেই স্বস্তিকাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শক মহলে। এই সিনেমা তার ক্যারিয়ারে অভিনয়ের নিরিখে আরও একটি মাইলস্টোন হতে চলেছে বলেই মনে করছেন ভক্তরা।
সূত্র : কলকাতা ২৪


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি