ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০২০ সালেই আসছে উড়ন্ত গাড়ি, চলছে বুকিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ২৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যানজটের কারণে স্থবির হয়ে যায় মানুষের জীবন। প্রয়োজনীয় কাজে যেতে দেরি হয়ে যায়। শুধু তাই নয়, যানজটে পড়ে মৃত্যুরও ঘটনা ঘটে। তবে এবার এ সব সমস্যার অবসান যেন দূর হতে চলেছে। কারণ শিগগির ব্রিটেনের রাস্তায় আসছে ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ি।

যানজটসহ নানা ঝামেলা থেকে মুক্তি দিতে এ গাড়ি নিয়ে আসছে ব্রিটেনের ডাচ সংস্থা পিএএল-ভি ইন্টারন্যাশনাল। ২০২০ সালের মধ্যেই দেশটির রাস্তায় এটি চলতে শুরু করবে বলে জানিয়েছে সংস্থাটি। প্রথম দিকে ৯০টি গাড়ি বাজারে ছাড়বে সংস্থাটি। আর এ জন্য প্রি-বুকিং শুরু হয়ে গেছে। পিএএল-ভি তাদের ওয়েবসাইটে এ সব তথ্য দিয়েছে।

পিএএল-ভি জানিয়েছে, প্রথম দিকে শুধু ব্রিটেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে এই গাড়ি। এরপর আস্তে আস্তে বিশ্বের প্রায় দেশেই তারা এটি বাজারজাত করবে।

নির্মাতারা জানিয়েছেন, গাড়িটি তিন চাকার। এটি চলবে পেট্রোলে। জ্বালানি ধারণ ক্ষমতা ১০০ লিটার। গাড়িটিতে ২ জন বসার জায়গা রয়েছে। মাল বহনক্ষমতা ২০ কেজির মতো। আর গাড়িটির ওজন ৬৬৪ কেজি। সড়কে সর্বোচ্চ গতি হবে ১৬০ কিলোমিটার, আর উড়ন্ত অবস্থায় ১৮০ কিলোমিটার।

সংস্থাটি জানিয়েছে, গাড়িটির দুটি মডেল রয়েছে। একটি পিএএল-ভি লিবার্টি এক্সিকিউটিভ। অপরটি পিএএল-ভি লিবার্টি স্পোর্ট। পিএএল-ভি লিবার্টি এক্সিকিউটিভ গাড়ির দাম ধরা হয়েছে ২৫ হাজার ডলার। বিস্তারিত জানতে পিএএল-ভি’র ওয়েবসাইট (www.pal-v.com) দেখুন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি