২০২৫ সালে সরকারি ছুটি ২৬ দিন
প্রকাশিত : ২০:২৭, ১৭ অক্টোবর ২০২৪
২০২৫ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সেখানে চলতি ২০২৪ সালের চেয়ে দুইদিন বেড়ে আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে সরকারি ছুটি দাঁড়িয়েছে ২৬ দিনে।
তবে এর মধ্যে নয় দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে, যার ভেতর পাঁচটি শুক্রবার ও চারটি শনিবার পড়েছে।
ফলে খাতা-কলমে ২৬ দিন সরকারি ছুটি থাকলেও কার্যত অফিস বন্ধ থাকবে ১৭ দিন।
বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ঘোষিত নতুন ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর ১২ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অবশ্য ১২ দিন সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিনই সাপ্তাহিক ছুটি থাকবে। আর ১৪ দিন নির্বাহী আদেশের ছুটির মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটি থাকবে।
উল্লেখ্য যে, ২০২৪ সালে অনুমোদিত মোট সরকারি ছুটি ছিল ২২ দিন। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় কার্যত অফিস বন্ধ থাকছে ২০ দিন।
আরও পড়ুন