ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

২০ কিলোমিটার নৌ-পথ চালু করবে ঢাকা উত্তর সিটি (ভিডিও)

মাহমুদ হাসান

প্রকাশিত : ১২:৪৮, ২১ অক্টোবর ২০২২

৪৩টি সেতু ও কালভার্ট উঁচু করে প্রায় বিশ কিলোমিটার নৌ-পথ চালু করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। লাউতলা থেকে বাউনীয়া খাল হয়ে তুরাগ নদী পর্যন্ত চলবে নৌ-যান। এটি হাতিরঝিল হয়ে বারিধারা ও গুলশান লেকে যুক্ত হবে। এরইমধ্যে শেষ হয়েছে প্রকল্পের নকশার কাজ। 

নদী ঘেরা রাজধানীতে আছে ২৯টির বেশি খাল। বছর ত্রিশ আগেও এই খালগুলোতে চলতো নৌযান, পারাপার হতো মানুষ। 

সময়ের ব্যবধানে বেশিরভাগ খালই দখল হয়েছে, কোথাও হয়েছে ভরাট। তবে মশা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা আর যানজট দূর করতে খাল উদ্ধারে নেমেছে সিটি করপোরেশন।

এরইমধ্যে মোহাম্মদপুর লাউতলা থেকে রামচন্দ্রপুর বুড়িগঙ্গা পর্যন্ত খাল উদ্ধার করে নৌযান চলাচল শুরু হয়েছে। লাউতলা থেকে বাউনীয়া খাল হয়ে তুরাগ নদী পর্যন্ত খাল উদ্ধার করে নৌরুট চালুর পরিকল্পনা নিয়েছে উত্তর সিটি করপোরেশন। 

বিষয়টি নিয়ে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘‘রূপনগরের যেই পরিকল্পনাটি নিয়েছি, যদি সেখানে সাত আটটি ওয়ার্ডকে সংযুক্ত করতে পারি এবং সরাসরি তুরাগ নদীতে সংযুক্ত করতে পারি তাহলে একটি বিরাট বড় নৌ চলাচলের পথ উন্মুক্ত হয়ে যাবে।’’

রাজধানী জুড়ে নৌরুট পুনঃপ্রতিষ্ঠার নকশার কাজ শেষ হয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘‘আমরা প্ল্যানিংগুলো শেষ করেছি এবং ফান্ডগুলো কীভাবে আনবো এগুলো নিয়ে আলোচনা হচ্ছে।’’

খালের সাথে হাতিরঝিল হয়ে গুলশান বারিধারা সংযোগও করবে সিটি করপোরেশন। এজন্য খালের জায়গা নিজ উদ্যোগে ছেড়ে দেয়ার জন্য দখলদাররে প্রতি আহ্বান সিটি করপোরেশনের।

এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি