ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০ দলীয় জোটের বৈঠক সন্ধ্যায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ১৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আজ সোমবার সন্ধ্যায় বৈঠক ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক হবে।
এ তথ্য জানিয়েছেন, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া।
বৈঠকে জোটের শরিক দলগুলোর নেতারা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
জোট সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধান আলোচনা হিসেবে থাকবে- বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের বিষয়টি। এই নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে জোটের শরিকদের কাছে বিএনপি তার অবস্থান তুলে ধরবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি