ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

‘২০ দল নির্বাচনে যেতে চায়, কিন্তু সরকারের সদিচ্ছা নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ১৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩৮, ১৫ নভেম্বর ২০১৮

বিএনপি চেয়ারপারসন অফিসে ২০-দলীয় জোটের সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, ‘২০ দল নির্বাচনে যেতে চায়, কিন্তু সরকারের সদিচ্ছা নেই।’

বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি আরও বলেন, ‘মাত্র কয়েকদিন আগে ক্ষমতাসীন দল চার হাজারেরও বেশি মনোনয়ন ফরম বিক্রি করেছে। তারা ঢাকঢোল বাজিয়ে মিছিল সহকারে এসেছে। নির্বাচন কমিশন তখন কোনও নির্দেশনা বা কোনও আদেশ জারি করেনি। প্রশাসন ও পুলিশ কোনও বাধা দেয়নি, কাউকে গ্রেফতারও করা হয়নি। অন্যদিকে বিএনপির জনসমাগম দেখে তারা শঙ্কিত। তারা মনে করলেন এবার আর ক্ষমতায় থাকতে পারবে না। গদি ছাড়তে হবে। এই ভয়ে তারা নিরাপরাধ নেতাকর্মীদের ওপর চড়াও হলো।’
এলডিপি’র চেয়ারম্যান বলেন, ‘দুদিন আগে লাখ লাখ নেতাকর্মী শান্তিপূর্ণভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। কিন্তু হঠাৎ করে এমন কী হলো যে গতকাল হামলা চালাতে হলো। আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের সময় সমর্থকদের সংঘর্ষে দুজন মারা গেছে। তাতে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।’
কর্নেল অলি বলেন, ‘আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করে সরকারের ওপর। কারণ এই নির্বাচনে নির্বাচন কমিশনের কোনও নিয়ন্ত্রণ নেই।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি