২১ আগষ্ট রায় উপলক্ষে জবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল
প্রকাশিত : ১৯:৪৯, ১০ অক্টোবর ২০১৮
ভয়াবহ ২১ অগাস্ট গ্রেনেড হামলার রায় উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে।
বুধবার দুপুরে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মিছিল শেষে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, যে রায় হয়েছে এতে তারেক রহমানের ফাঁসি না হওয়ায় আমরা ছাত্র-সমাজ পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না। আমরা চাই হাইকোর্টের বিচারে পুনঃতদন্ত করে তারেক রহমানকে ফাঁসির রায় দেওয়া হোক। আর এই রায় যত দ্রুত কার্যকর করে দৃষ্টান্তমূলক নজির স্থাপন করা হোক। যাতে বাংলাদেশসহ পৃথিবীর কোন দেশে এ ধরণের বর্বর কোন হত্যাকান্ডের পরিকল্পনা করার কেউ সাহস না পায়।
এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন রাসেলসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিল।
আনন্দ মিছিল শেষে ছাত্রলীগ জর্জকোর্ট এলাকায় অবস্থান নেয় যাতে রায়কে কেন্দ্র করে বিএনপি জামায়াত কোন নাশকতা সৃষ্টি করতে না পারে।
উল্লেখ্য, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছে আদালত। এই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
কেআই/এসি
আরও পড়ুন