ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

২১ জুলাই বারের পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ১৯ জুলাই ২০১৭

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষা আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে। বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জুলাই শুক্রবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোল নম্বর অনুযায়ী পরীক্ষার স্থান পরীক্ষার্থীদের বার কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়ে দেবে। এখন প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে।

ফরম ফিলাপের তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ৩১ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর কোনো পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষা গত ২ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারিতে যারা পাশ করবে তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এরপর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি