ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২১ শে মার্চ ইয়াহিয়ার সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠক ভেস্তে যাওয়ায় ফুঁসে ওঠে বাঙালী জাতি

প্রকাশিত : ১২:৪৭, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৩১, ২১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

২১ শে মার্চ, ১৯৭১ ইয়াহিয়ার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈঠক ভেস্তে যাওয়ায় ফুঁসে ওঠে বাঙালী জাতি। প্রতিবাদে রাজপথে আর অলি গলিতে স্বাধীনতাকামী মানুষের মিছিল। এদিন পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো কড়া নিরাপত্তায় ঢাকায় আসেন। পাকিস্তান থেকে আসতে থাকে সৈন্য ও অস্ত্র। প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে মুক্তিপাগল বাঙালী। মুক্তিপাগল বাঙালী যখন দেখল বঙ্গবন্ধুর সঙ্গে পাকিস্তানি প্রেসিডেন্টের বৈঠক শুধুই প্রহসনের। এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। পশ্চিম পাকিস্তানীদের কবল থেকে মুক্তির দাবীতে নারায়ণগঞ্জে মিছিল বের করে নারীরা। চট্টগ্রামের সমাবেশে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এমনই  পরিস্থিতিতে ১৯৭১ এর এই দিনে কঠোর নিরাপত্তায় ঢাকায় আসেন জুলফিকার আলী ভুট্টো। ইয়াহিয়ার কৌশল কাজে লাগছে না বুঝতে পেরে জুলফিকার আলী ভুট্টো তার সামরিক উপদেষ্টাদের সাথে বৈঠক করে ঢাকা ক্যান্টনমেন্টে। ভেতরে ভেতরে আক্রমনের প্রস্তুতি শুরু করে পাকিস্তানি সামরিক বাহিনী। আর এরই অংশ হিসেবে প্রতিদিনই পাকিস্থান থেকে সৈন্য ও রসদ আসতে থাকে ঢাকায় । এদিকে মুক্তির মিছিলে মুখরিত ঢাকা। শহীদ মিনারে মুক্তি অর্জনের শপথ নেওয়ার পর জনতার মিছিল গিয়ে থামে বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে। অপেক্ষমাণ জনতার উদ্দেশে দেয়া বঙ্গবন্ধুর বক্তব্যে বাঙালীরা হয়ে ওঠে আরও সংগ্রামী। বজ্রকণ্ঠে ধ্বনিত হয় বীর বাঙ্গালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন করো!  বাংলাদেশ স্বাধীন করো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি