ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

২২৩ জনকে নিয়োগ দিবে গণগ্রন্থাগার অধিদপ্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৪, ৮ সেপ্টেম্বর ২০১৯

সম্প্রতি গণগ্রন্থাগার অধিদপ্তর অস্থায়ী ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারের এই প্রতিষ্ঠানটি ১৯টি পদে ২২৩ জনকে নিয়োগ দিবে। আগ্রহী প্রার্থীরা ১০ অক্টোবর মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করার সুযোগ পাবেন।

জুনিয়র লাইব্রেরিয়ান পদে ১৩ জন, কম্পিউটার অপারেটর ১৭ জন, টেকনিক্যাল এ্যাসিসটেন্ট (ক্যাটালগার) পদে ৩০ জন, রিডিং হল এ্যাসিসটেন্ট পদে ১ জন, লাইব্রেরি এ্যাসিসটেন্ট (রিডিং হল এ্যাসিসটেন্ট) পদে ৩ জন, পাঠকক্ষ সহকারী-কাম-রেফারেন্স পদে ৪ জন এবং লাইব্রেরি এ্যাসিসটেন্ট পদে ৪ জন নিয়োগ পাবেন। 

সবচেয়ে বেশি নিয়োগ পাবেন ডাটা এন্ট্রি অপারেটর পদে। মোট ৪২ জন।  এ পদের বেতন কাঠামো ৯৩০০-২২৪৯০/- টাকা। একই বেতন কাঠামোতে একাউন্টস এ্যাসিসন্ট্যান্ট পদে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২ জন নিয়োগ পাবেন।

ডেসপ্যাচ রাইডার পদে ১ জন, বুকসর্টার পদে ৩৩ জন, বুকসর্টার (অফিস সহায়ক) পদে ২ জন, বাইন্ডার পদে ৪ জন, অফিস সহায়ক পদে ২ জন, অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী পদে ১ জন নিয়োগ পাবেন।

নিরাপত্তা প্রহরী পদে ৪১ জন, চেক পোস্ট এটেনড্যান্ট পদে ১৯ জন এবং পরিচ্ছন্নাতা কর্মী পদে ৩ জন নিয়োগ পাবেন। এদের প্রত্যেকের বেতন কাঠামো হবে ৮২৫০-২০০১০/- টাকা।

আগ্রহী প্রার্থীকে পরীক্ষা ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে  http://dpl.teletalk.com.bd ওয়েব সাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। এই আবেদন প্রক্রিয়া শুরু হবে ১১ সেপ্টেম্বর সকাল ১০টায়। আর আবেদনপত্র জমাদানের শেষ সময় ১০ অক্টোবর বিকাল ৫টা। পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ক্রমিক ১-১০নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ ১১২ টাকা এবং ক্রমিক ১১-১৯নং পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে।

বিস্তারিত গণগ্রন্থাগার অধিদপ্তরের ওয়েব সাইট www.publiclibrary.gov.bd-তে দেখে নিতে পারবেন।

এএইচ/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি