ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে এইচএসসির ফল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১১:২০, ৪ জুলাই ২০১৭

ছবি: ফাইল ফটো

ছবি: ফাইল ফটো

আগামী ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সম্প্রতি সম্ভাব্য এই তারিখ ধরে শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী এই সম্ভাব্য তারিখের আগে-পরে যেদিন সময় দিবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ১৫ মে শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। ২০০৬ সাল থেকে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়। সেই হিসেবে ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। তাই আগামী ২২ থেকে ২৪ জুলাইয়ের যে কোনো দিন প্রধানমন্ত্রীর সময় চেয়ে শিক্ষা মন্ত্রনালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।

প্রথা অনুযায়ী পাবলিক পরীক্ষার ফলাফলের অনুলিপি সর্বপ্রথম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এরপরই সবার জন্য ফল উন্মুক্ত করা হয়। প্রধানমন্ত্রী যেদিন সময় দেন সেদিনই ফলাফল প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, ১০ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী।

//আর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি