ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

২৩০ জনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ২৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:১৮, ২৮ নভেম্বর ২০১৮


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ জনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে এর মধ্যে নতুন ৪৫ বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সন্ধ্যায় ধানমন্ডি সভানেত্রী কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ থেকে এবার নতুন ৪৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে, প্রত্যাহার পর্যন্ত সমীকরণ কোথায় গিয়ে ঠেকে অপেক্ষা করতে হবে। গতকার তিন বাহিনী থেকে দেড়শতাধিক কর্মকর্তা আওয়ামী লীগে যোগ দিয়েছে এবিষয় জানতে চাইলে তিনি বলেন, আমার বিষয়টি পজেটিভ দেখছি। তারা তো নির্বাচনে মনোনয়ন চাননি। তারা এমন সময় দলে যোগ দিয়েছে তখন মনোনয়ন দেওয়া শেষ হয়েছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আওয়ামী লীগে যোগ দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আমি একটা কথা স্পষ্ট বলতে চাই জনবিচ্ছিন্ন দলছুট নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে ততই বিএনপি আরও জনসমর্থন হারিয়ে ফেলছে, বিএনপির ভাঙা হাড় নেতায় নেতায় ঐক্য হচ্ছে, ভাঙা হাড় জমছে না। সারা দেশে গণজোয়ার। একজন বলেছিলেন এক মাস পরে নাকি চেহারা বদলে যাবে। চেহারার বদল কি দেখলেন? সাংবাদিকরাই বলুন।

 

 টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি