ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

২৪ ঘণ্টায় করোনায় নয়জনের মৃত্যু, শনাক্ত ৪১৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ১১ ফেব্রুয়ারি ২০২১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২৪৮ জনে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪১৮ জনের। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৫৭১ জনে দাঁড়াল।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১০টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৩০৭ নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৮ হাজার ১৭টি। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৫ হাজার ৯৭১ জন।

আরও বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ২ দশমিক শূন্য ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৭ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি