ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৪ ঘন্টায় আরও ২৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২৫ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ৮০৩ জন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪ কোটি ২৯ লাখ ৯০ হাজার ৫৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ লাখ ৫৫ হাজার ৪৩৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩ কোটি ১৭ লাখ ৭ হাজার ৯৭৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা ২১ সেপ্টেম্বর সাড়ে তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১০ অক্টোবর তা সাড়ে পাঁচ হাজারে দাঁড়ায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
এসএ/

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি