২৫০ ফুট উঁচু টাওয়ার থেকে প্রতিবন্ধী ব্যক্তিকে নামানো হলো
প্রকাশিত : ১৯:১৩, ৮ সেপ্টেম্বর ২০১৮
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) কড্ডা এলাকায় প্রায় ২৫০ ফুট উঁচু বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের টাওয়ারে ওপর উঠে বসে আছে এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী যুবক। আজ শনিবার দুপুরে ওই যুবক টাওয়ারটিতে উঠে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের লোকজন তাকে সেখান থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নামিয়ে আনে। মানসিক প্রতিবন্ধী ওই যুবকের নাম মো. শাকিল। তার বাড়ি জামালপুরে। ঘটনাটি দেখতে শত শত উৎসুক জনতা সেখানে ভিড় করেন ওই সময়। নামানোর পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, কড্ডা এলাকায় ওই ব্যক্তি দুই লাখ ৩০ হাজার ভোল্টের ২৫০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় উঠে কখনো বসে আবার কখনো দাঁড়িয়ে থাকছেন।
স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে টাওয়ার থেকে নামায়।
এসএইচ/
আরও পড়ুন