ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

২৫ এপ্রিল শুরু হতে পারে রোজা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ২০ এপ্রিল ২০২০ | আপডেট: ১২:০৮, ২০ এপ্রিল ২০২০

আগামী ২৪ এপ্রিল থেকে সৌদি আরবে রোজা শুরু হতে পারে। তবে, চাঁদ দেখার ওপর নির্ভর করছে সবকিছু। 

মরক্কোর জ্যোতির্বিদ আব্দেল আজি খার্বূচ আল ইফরানী বলছেন, আগামী শুক্রবার (২৩ এপ্রিল) সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। সে অনুযায়ী ওই দিন থেকেই সেহরি খেতে হতে হবে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসরত মুসলিমদের। 

মরক্কোর সংবাদমাধ্যম এমডব্লিউএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। সে অনুযায়ী পরদিন শনিবার (২৫ এপ্রিল) থেকে রোজা শুরু হতে পারে দক্ষিণ এশিয়ার বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোতে। 

এদিকে জিওনিউজ জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় আগামী ২৫ এপ্রিল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। জ্যোতির্বিজ্ঞানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, (ভারত-বাংলাদেশ) ২০২০ সালের রোজা শুরু হবে ২৫ এপ্রিল থেকে। ২৪ এপ্রিল চাঁদ দেখা যাবে। 

যদিও ইসলামের যাবতীয় বিধান চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। চাঁদ দেখার ক্ষেত্রে শরিয়ত নির্দেশিত সাক্ষীর কথা গ্রহণযোগ্য হয়। ফলে, সারাবিশ্বের মুসলিমরা মাসব্যাপী রোজা চাঁদ দেখেই পালন করবেন। এটাই ইসলামের নীতি।

এদিকে, এ বছর বাংলাদেশে আরবি ১৪৪১ হিজরি সনের সপ্তম মাস রজব ৩০ দিন পূর্ণ হয়েছিল। কিন্তু সৌদি আরবে ছিল ২৯ দিনে। আর শাবন মাসে এসে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এসে দাঁড়িয়েছে দু’দিনে।

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি