ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীক‍ৃতির দাবিঃ নৌপরিবহন মন্ত্রী

প্রকাশিত : ১৪:২৯, ২২ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:১১, ২২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Ship Minister২৫ মার্চের গণহত্যা বিশ্ব সভ্যতার সবচে কলঙ্কজনক ঘটনা। তাই ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীক‍ৃতি দিতে জাতিসংঘের প্রতি দাবি জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে ‘আন্তর্জাতিক যুদ্ধ‍াপরাধ গণবিচার আন্দোলন’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এ দিনটিকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে সরকারের কাছেও দাবি জানন তিনি। মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। ২৫ মার্চ উপলক্ষে বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। ২৫ মার্চ সকাল ১০টায় জাতীয় সংসদের সামনে চিত্র প্রদর্শনী, বিকেল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই দিন চারু শিল্পীদের নিয়ে চলবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি