ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

২৫ মার্চের গণহত্যার ক্ষত কখনোই ভুলবেনা বাঙালি (ভিডিও)

আদিত্য মামুন, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ১১ মার্চ ২০২৩

অপারেশন সার্চ লাইটে ২৫ মার্চের গণহত্যার ক্ষত কখনোই ভুলতে পারবে না বাঙালি। রক্তের বন্যায় আর সারি সারি লাশে বাঙালিকে স্তব্ধ করেছিলো পাক বাহিনী। সোনার বাংলাকে শশ্মানে পরিণত করে কসাই ইয়াহিয়া। বারবার দাবি জানানো শর্তেও স্বাধীনতার অর্ধশতকেও মেলেনি ক্ষতিপূরণ।

কোনোভাবেই যখন বাঙালিকে দমানো যাচ্ছিল না তখন নিরস্ত্র, ঘুমন্ত বাঙালির ওপর এই বর্বরতা।  

অসাম্প্রদায়িক বাঙালির ভাষা সংস্কৃতির ওপর আঘাত। আন্দোলন-সংগ্রামের পথে বাঙালির অন্তরে স্বাধীনতার স্বপ্ন বোনেন বঙ্গবন্ধু। সেই স্বপ্ন মুছে ফেলতেই অপারেশান সার্চ লাইট বিশ্বের জঘন্যতম গণহত্যা।

বর্বরতার উদ্দেশ্য ছিল টেলিফোন, টেলিভিশন, রেডিও, টেলিগ্রাফসহ অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগ ধ্বংস করা। আওয়ামীলীগের প্রবীন রাজনৈতিক, বুদ্ধিজীবী, ছাত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হত্যার মাধ্যমে বাংলাকে নিয়ন্ত্রণ ও শোষণ করা।

এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "সামগ্রিক পরিকল্পনা নিয়েই তারা নেমেছিলো। কিন্তু তারা চিন্তাও করতে পারেনি যে ২৫ মার্চের পর ২৬ মার্চের প্রথম প্রহরেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করবেন।" 

পূর্ব পাকিস্তানের সকল স্থাবর সম্পদ ধ্বংশের পাশাপাশি নারীদের উপর পৈশাচিক নির্যাতন ও হত্যা পৃথিবীর ইতিহাসে বিরল। 

আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "তারা এক পর্যায়ে বলেছিলো, আমাদের বাংলাদেশে কোনো মানুষ দরকার নেই, আমাদের শুধু মাটিটা দরকার।" 

ক্ষতির শিকার শুধু ঢাকাই নয়, প্রতিটি জেলা এবং প্রত্যন্ত গ্রামও। মানবতাবিরোধী এসব অপকর্মের সঙ্গী রাজাকার-আলবদররা। 

"নদী নালা খালবিলের দেশ, এখানে পাকিস্তান থেকে উড়ে আসা সেনাবাহিনীর সদস্যরা গ্রামে গঞ্জে গিয়ে অপারেশন চালাবে এটা অচিন্ত্যনীয় ছিলো, এদের সাহায্য করেছে ওই গ্রামেরই হয়তো একজন রাজাকার একজন আল বদর বাহিনীর সদস্য।" বলেন আরেফিন সিদ্দিক।

একাত্তরের ফেব্রুয়ারিতেই গণহত্যার নির্দেশ দিয়েছিলেন এই কুখ্যাত জানোয়ার। অপারেশন সার্চলাইটের পর গুড়িয়ে দেয়া হয় পূর্ব বাংলার সকল প্রতিষ্ঠান। 

"সব বুদ্ধিজীবী, বড় ব্যবসায়ীদের হত্যা করা হয়েছে যাতে বাঙালি যেনো কোনোভাবেই অর্থনীতি জ্ঞান বিজ্ঞানসহ কোনোদিকেই যেনো প্রভাব না ফেলতে পারে।"  বলেন আ আ ম স আরেফিন সিদ্দিক।

স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে গেলেও ক্ষমা চায়নি পাকিস্তান। বার বার দাবি জানানোর পরও ক্ষতিপূরণ দেয়নি দেশটি। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি