ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৯ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ২৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৯ এপ্রিল ২০২০, বুধবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ২৯ এপ্রিল ঘটনাবলি :
১৬৩৯ - দিল্লির লাল কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত।
১৬৮২ - খ্রিস্টাব্দের আজকের দিনে পিটার দ্যা গ্রেইট দশ বছর বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন।
১৮২৭ - ফরাসি সম্রাট একাদশ চার্লস ফরাসি জাতীয় রক্ষীবাহিনীর বিলুপ্তি ঘোষণা করেন।
১৯১৯ - জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।
১৯৩৯ - খ্রিস্টাব্দের আজকের দিনে দিল্লির লাল কেল্লা ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৪৫ - খ্রিস্টাব্দে ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পন করে।
১৯৫৪ - খ্রিস্টাব্দে তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়।
১৯৯১ - বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ সামুদ্রিক ঝড়ে কয়েক লাখ মানুষ নিহত: ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ থেকে ২২০ কিলোমিটার।
১৯৯৭ - বৃটেন, চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।

আজ যাদের জন্মতারিখ :
১৮৪৮ - ভারতীয় চিত্রশিল্পী রাজা রাভি ভার্মা।
১৮৫৪ - অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।
১৮৬৫ - বিশ্বজনীন ত্রিভাষিক ইতালিয়ান-স্লোভেনিয়ান স্থপতি ম্যাক্স ফেভিয়ানি।
১৯০১ - জাপানের সম্রাট হিরোহিতো।
১৯০৯ - বিপ্লবী রবি নিয়োগী।
১৯৩৬ - আর্জেন্টিনার কবি আলেহানদ্রা পিসারনিক।

আজ যাদের মৃত্যু হয় :
১৯৪৫ - মুসোলিনী।
১৯৯৬ - ওস্তাদ আবেদ হোসেন খান।
১৯৮০ - স্যার আলফ্রেড যোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক ছিলেন।
২০০৫ - লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
২০০৬ - জন কেনেথ গলব্রেইথ, মার্কিন অর্থনীতিবিদ।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি