ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২ মাস ১৩ দিন পর আন্দোলনে নিহত বিশালের লাশ কবর থেকে উত্তোলন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৪, ১৭ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগষ্ট জয়পুরহাটে নিহত শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল (১৮) এর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশে দাফনের ২ মাস ১৩দিন পর তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। মরদেহ তুলে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

বৃহস্পতিবার (১৭অক্টোবর) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি  উপজেলার ধরঞ্জী  ইউনিয়নের রতনপুর সরকার পাড়া এলাকায় কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

নিহত নজিবুল সরকার বিশাল (১৮) উপজেলার রতনপুর সরকার পাড়া গ্রামের মজিদুল সরকারের ছেলে।  সে পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল বাইন, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি জেলা কারাগারে ডা: শাহ আলম শোভন, সদর থানার অফিসার ইনচার্জ তদন্ত মিজানুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন। ময়নাতদন্ত শেষে তাদের তত্ত্বাবধানেই বিশালের মরদেহ ফের দাফন করা হবে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি