ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

২ শতাংশ উৎসে কর আদায়ের দাবি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ৭ মে ২০২২ | আপডেট: ২১:৩৮, ৭ মে ২০২২

সব দোকানে ইএফডি মেশিন না বসানো পর্যন্ত খুচরা ও পাইকারী পর্যায়ে ২ শতাংশ উৎসে কর আদায়ের দাবি জানিয়েছে বাংলদেশ দোকান মালিক সমিতি। ভ্যাট আদায়ে এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগও করেছে সমিতি। তবে হয়রানি এবং ভ্যাট অনাদায়ে দুই পক্ষের সমান দায় রয়েছে বলে মনে করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। 
 
ভ্যাট আদায়, পণ্যের মান নিশ্চিতসহ নানা কারণ দেখিয়ে দোকানগুলোতে বিভিন্ন সংস্থার অভিযান পরিচালিত হয়। ভ্যাট আদায়যোগ্য প্রতিষ্ঠানসমূহ ভোক্তা থেকে সরাসরি ভ্যাট আহরণ করার কথা। কিন্তু তা আদায়ে গেলো ৩ বছরে গুটিকয়েক দোকানে ইএফডি মেশিন সরবরাহ করেছে এনবিআর। 

জনগণের ভ্যাট যাতে রাষ্ট্রীয় কোষাগারে পৌঁছে সেজন্য যৌথভাবে দুইপক্ষকে এগিয়ে আসার আহবান এনবিআরের সাবেক চেয়ারম্যান
ড. আব্দুল মজিদ।

ভুল পরিকল্পনার কারণেই ভৌজ্যতেলের দাম বাড়তি বলে মনে করছে দোকান মালিক সমিতি।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি