ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২ সপ্তাহে ‘নগর অ্যাপস’ ব্যবহারকারীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

প্রকাশিত : ১৪:৫০, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০০, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

ব্যক্তি পর্যায়ে নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে তৈরি ‘নগর অ্যাপস’ মাত্র দু’সপ্তাহে ব্যবহারকারীর সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই নিরাপত্তা অ্যাপসের মাধ্যমে একটি বাটন প্রেস করেই থানায় জানিয়ে দিতে পারেন নিজের বিপদের খরবটি। একইসাথে যুক্ত থাকতে পারেন প্রশাসনিক কর্মকর্তার সাথে। জননিরপত্তায় এমন অ্যাপসের গুরুত্ব সময়োপযোগী বলে জানালেন মেয়র। জনসচেতনা সৃষ্টিতে প্রযুক্তির নব্য সংযোজন- অ্যাপস। ব্যক্তি নিরাপত্তা থেকে সামাজিক অপরাধ দমনে র‌্যাব ও পুলিশ প্রশাসনের উদ্যোগে এরইমধ্যে তৈরী হয়েছে একাধিক অ্যাপস; এবার সে তালিকায় যুক্ত হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর অ্যাপস। নগর অ্যাপস ব্যবহারকারীর সার্বক্ষনিক অবস্থান জানতে পারবেন তার স্বজনরা। এজন্য বাছাইকরে পাঁচজনকে তিনি তালিকায় রাখতে পারবেন, যাদের প্রত্যেকের মোবাইলে থাকতে হবে এই অ্যাপস। এছাড়া দেশে বা দেশের বাইরে যেকোন বিপদে পড়লে ব্যবহারকারী কোন মতে ইমার্জেন্সি রেড বাটন প্রেস করতে পারলেই আশপাশের থানায় বেজে উঠবে সাইরেন, আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পারবেন তার অবস্থান। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা জোরদারে অ্যাপসটি জোরালো ভূমিকার রাখবে বলে মনেকরেন উত্তরের মেয়র আনিসুল হক । নিরাপত্তার পাশপাশি অ্যাপসটির মাধ্যমে ঘরে বসেই সম্ভব জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট ফর্ম পূরন। সুযোগ থাকছে ট্যাক্স পেমেন্ট ফর্মের পাশাপাশি ট্রেড লাইসেন্স তৈরির। থাকছে হাসপাতাল, পুলিশ বাসটার্মিনালের পাশপাশি ফায়ারসার্ভিস ও এটিএম বুথের ঠিকানা । জানানো যাবে অভিযোগ বা পরামর্শ । তবে এই সেবা পেতে হলে স্মার্ট ফোনে ডাউনলোডের সাথে সাথে রেজিস্ট্রেশন করে নিতে হবে অ্যাপসটির; জননিরাপত্তার স্বার্থে অ্যাপসটির সুবিধাগুলো হালনাগাদ করা হবে জানলেন উত্তরের মেয়র।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি