ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

২-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৫, ১ ডিসেম্বর ২০২২ | আপডেট: ০২:৩৩, ১ ডিসেম্বর ২০২২

শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। দুই-একটা পাসের পরই আক্রমণে যাচ্ছিল তারা। কিন্তু পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। সবচেয়ে সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি দলের বড় তারকা লিওনেল মেসি। 

তবে বিরতির পর ফিরেই গোল করে দলকে এগিয়ে দিলেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফলে ৪৭ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে ৬৭তম মিনিটে জুলিয়ান আলভারেজের দর্শনীয় গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মেসিরা।

এর আগে পেনাল্টি পেয়েও তা মিস করেন মেসি। যার ফলে মুহুর্মুহু আক্রমণ শানিয়েও প্রথমার্ধে পোলিশ দুর্গ ভেদ করতে পারেনি আলবিসেলেস্তরা।

বুধবার রাতের ম্যাচে বিশ্বকাপের ‘সি’ গ্রুপের খেলায় গোলশূন্যভাবেই শেষ হয়েছে পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধ। যেখানে মেসির পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে গেছেন পোল্যান্ডের গোলরক্ষক।

বল ক্লিয়ার করতে গিয়ে মেসির মুখেই হাত চালিয়ে দেন শেজেনি। ভিএআর-দেখার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু মেসির শট বা দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দিলেন পোলিশ গোলকিপার। সৌদি আরবের বিরুদ্ধেও পেনাল্টি বাঁচিয়েছিলেন শেজেনি।

এর আগে সৌদি আরবের কাছে হারের পর গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়ে দেন লিওনেল মেসিরা। আজ পোল্যান্ডকে হারালেই নকআউটে পৌঁছে যাবে আর্জেন্টিনা। অন্যদিকে হারলে তাকিয়ে থাকতে হবে সৌদির দিকে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি