ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

শনিবার বনানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী এম কোরবান আলীর ছেলে এম তারেক আলী জাতীয় পার্টিতে যোগদান  অনুষ্ঠানে  তিনি এ কথা বলেন।

এসময় এরশাদ আরও বলেন,  ‘জাতীয় পার্টি দিন দিন শক্তিশালী হচ্ছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় এসে জনগণের দুঃখ দুর্দশা দুর করবে।’

তিনি আরোও বলেন, বিএনপি’র কাছে জনগণ নিরাপদ নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে শুধু জাতীয় পার্টির কাছে জনগণ নিরাপদ।

 

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি