ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

৩০ বছর পর হাঙ্গেরীর খেলার যোগ্যতা অর্জন

প্রকাশিত : ০৯:২৩, ৩ জুন ২০১৬ | আপডেট: ০৯:২৩, ৩ জুন ২০১৬

প্রায় ৩০ বছর অপেক্ষার পর ফুটবলেল বড় কোন আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে হাঙ্গেরী। আর সুযোগ পেয়েই প্রতিপক্ষকে সাবধান করে দিয়েছেন হাঙ্গেরীর ডিফেন্ডার রোলান্ড জুহাজ। এ সুযোগ কাজে লাগিয়ে বড় অর্জনের দিকেই তাকিয়ে বলেও জানান এ ডিফেন্ডার। নিজেদেও সেরাটা দিতে পারলে সেটা সম্ভব বলেই মনে করেন জুহাজ। উয়েফা ইরোপা ফুটবলে এফ গ্রুপে খেলবে হাঙ্গেরী। এই গ্রুপের অন্য দলগুলেঅ হলো অস্ট্রিয়া, আইসল্যান্ড ও পর্তুগাল। ১৪ই জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে হাঙ্গেরী। এরপর ১৮ ও ২ শে জুন যথাক্রমে আইসল্যান্ড ও পর্তুগালের বিপক্ষে খেলবে। এরআগে গ্রুপ পর্বে নর্দান আইল্যান্ড ও রুমানিয়ার পেছনে থেকে তৃতীয় হয়ে প্লে অফ খেলার সুযোগ পায়। প্লে-অফে শক্তিশালী নরওওয়েকে ৩-১ গোলে হারিয়ে ১৯৮৬ সালের বিশ্বকাপের পর বড় কোন ফুটবল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে হাঙ্গেরী। অন্যান্য দলগুলেঅর মত তারকা ফুটবলার না থাকলেও হাঙ্গেরী একটি দল হিসেবে খেলছে বলে জানান দলটির রক্ষণভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় রোল্যান্ড জুহাজ। টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। তাই প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করতে চান এ রক্ষণভাগের খেলোয়াড়। নিজেদের সম্পর্কে জুহাজ আরো  বলেন, যারা নরওয়ের মত আমাদের দুর্বল মনে করবে, তাদের ধারণা ভুল প্রমান করতেই মাঠে নামবে হাঙ্গেরী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি