ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

৩১ আগস্ট : ইতিহাসের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ৩১ আগস্ট ২০১৯

আজকের দিনটি, কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ শনিবার, ৩১ আগস্ট ২০১৯। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ৩১ আগস্ট :
১৮৪৮- সংবাদপত্রে প্রথমবারের মতো আবহাওয়া বার্তা ছাপা শুরু হয়।
১৮৫৮- ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে।
১৯৫৭- মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬৮- ইরানের খোরাশানে মারাত্মক ভূমিকম্পে ১৮ হাজার মানুষের প্রাণহানি।
১৯৭৫- বাংলাদেশকে গণচীন স্বীকৃতি দেয়।

আজ যাদের জন্মতারিখ :
১৫৬৯- সম্রাট জাহাঙ্গীর।
১৮৮৮- বিপ্লবী শহীদ কানাইলাল দত্ত।
১৯০৭- র‌্যামন ম্যাগসেসে।
১৯৪২- রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো।
১৯৬৩- বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ।

আজ যাদের মৃত্যু হয় :
১৮৬৭- ফরাসী কবি শার্ল বোদলেয়ার।
১৯৬৩- ফরাসী চিত্রশিল্পী জর্জ ব্রাক।
১৯৮৫- নোবেলজয়ী জীববিজ্ঞানী ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্নেট।
১৯৯০- পল্লীগীতি শিল্পী ওস্তাদ মোমতাজ আলী খান।
১৯৯৭- প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি