ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

৩১ জেলায় যুবদলের কমিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

দেশের ৩০টি সাংগঠনিক জেলা যুবদলের আংশিক ও পূর্ণাঙ্গ কমিটি এবং একটি জেলার আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ কমিটির অনুমোদন দিয়েছেন। শুক্রবার যুবদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঘোষিত কমিটিতে ঢাকা জেলার সভাপতি হলেন রেজাউল কবির, সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস। চট্টগ্রাম মহানগরীর সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহেদ।
টাঙ্গাইল জেলায় ৮১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আহ্বায়ক আশরাফ পাহেলী এবং সদস্য সচিব মাসুদুল ইসলাম তালুকদার। ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী অন্য জেলার নেতারা হলেন- কুমিল্লা (উত্তর) জেলার সভাপতি শাহাবুদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম। পটুয়াখালী জেলার সিনিয়র সহ-সভাপতি মোস্তাাফিজুর রহমান রুমি, সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির। শেরপুর জেলা সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান। জয়পুরহাট জেলা সভাপতি এ এইচ এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক এ টি এম শাহ নেওয়াজ কবির।
গাইবান্ধা জেলা সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। নেত্রকোনা জেলা সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন রিপন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি তবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রহমান। মাগুরা জেলা সভাপতি ওয়াসিকুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। পঞ্চগড় জেলা সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।
নরসিংদী জেলা সভাপতি মহসিন হোসাইন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান। মৌলভীবাজার জেলর সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম এ মুহিত। বান্দরবান জেলা সভাপতি হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক শিমুল দাস। নড়াইল জেলা সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির। বরগুনা জেলা সভাপতি হাসান মোল্লা, সাধারণ সম্পাদক জাবিদুল ইসলাম।
বরিশাল (উত্তর) জেলা সভাপতি মোল্লা মাহফুজ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন পিপলু। দিনাজপুর জেলা সভাপতি আবদুল মোনাফ মুকুল, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম। নাটোর জেলা সভাপতি এ হাই তালুকদার, সাধারণ সম্পাদক জহির উদ্দিন। ভোলা জেলা সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল কাদের। ঝালকাঠী জেলা সভাপতি জি এম সবুর, সাধারণ সম্পাদক রবিউল হোসেন। খাগড়াছড়ি জেলা সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। নীলফামারী জেলা সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী।
যশোর জেলা সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক। কিশোরগঞ্জ জেলা সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। পিরোজপুর জেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সুনামগঞ্জ জেলা সভাপতি আবুল মঞ্জুর মো. শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।
চুয়াডাঙ্গা জেলা সভাপতি শরিফ উর জামান, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ। মানিকগঞ্জ জেলা সভাপতি কাজী রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী মোস্তাক হোসেন এবং নওগাঁ জেলা সভাপতি বায়জিত হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি গঠনের ক্ষেত্রে যুগ্ম আহ্বায়কদের সুপারিশ ক্রমে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে থানা কমিটি সমূহ অনুমোদন করবেন। আহ্বায়ক কমিটিকে ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি