ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

৩১ রানে জয়ী কেকেআর   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩১, ১২ মে ২০১৮

আইপিএলে প্লে অফের লড়াইয়ে টিকে রইল কেকেআর। ইনদওরে হাই স্কোরিং ম্যাচে চার-ছক্কার ফুলঝুরি। পঞ্জাবের বিরুদ্ধে জয় ৩১ রানে। ২ পয়েন্ট পেলেও কার্তিকের কাঁটা রয়ে গেল কুলদীপ, চাওলাদের বোলিং ব্যর্থতা।

দরকার ছিল বড় ব্যবধানে জয়। জয়টা এল। তবে বড় ব্যবধানে নয়। রান-রেটটা রয়ে গেল মাইনাসেই। তবে ২ পয়েন্টটা নাইটদের প্লে-অফের আশা অনেকটাই বাঁচিয়ে রাখল। বড় রানের ভিতটা তৈরি করে দিয়েছিলেন লিন-নারিন। লিন ২৭-য়ে ফিরলেও এদিন অন্য মেজাজে ছিলেন নারিন। করলেন ৩৯ বলে ৭৫।  

শেষদিকে ছিল রাসেল-ডিকের তাণ্ডব। কলকাতার ইনিংসের পাশে ৬ উইকেটে ২৪৫। যা এবারের আইপিএলে সর্বোচ্চ। আইপিএলের ইতিহাসে কলকাতারও সর্বোচ্চ। ভাঙল ১০ বছরের পুরনো রেকর্ড।  

২৪৬ বিশাল টার্গেট। ভালই শুরু করেছিলেন গেইল ও রাহুল। ক্যারিবিয়ান দৈত্য অল্প রানে ফিরলেও তাণ্ডবের মেজাজে ছিলেন রাহুল। মনোজ-যুবিহীন দুর্বল মিডল অর্ডার থেকে অবশ্য কোনো সাহায্য পান নি তিনি। দশম ওভারে ডান-হাতি কর্ণাটকি ফেরার সঙ্গে সঙ্গে পাঞ্জাবের জেতার সামান্য আশাটুকুও শেষ হয়ে যায়। শেষদিকে অধিনায়ক অশ্বিন চেষ্টা করেছিলেন পাহাড় প্রমাণ টার্গেটটা ছুঁতে। কিন্তু চেষ্টাটা যথেষ্ট ছিল না । নাইটরা প্রথমে ২৪৫ তোলার পরই কার্যত তখন ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। ৩১ রানে জিতলেও কার্তিকের চিন্তা বাড়াল বোলারদের গুচ্ছ গুচ্ছ রান দেওয়ার বিষয়টি।

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি