ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

৩৪ বছর পর মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ১৫ মে ২০২৩

কক্সবাজারে পেকুয়া উপজেলার টৈটং এ বনবিভাগের পাহারাদার মিয়া জানকে হত্যার দায়ে ১ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দিয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 

আজ সোমবার দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল এলাহী এই রায় ঘোষণা দেন। 

রায়ে অভিযুক্ত এনামুল হককে মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।  

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ইউনুছ, নুরু ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেন। তারা আদালতে উপস্থিত ছিলেন।   

আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সুলতানুল আলম এই তথ্য নিশ্চিত করেন। 

আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, ১৯৮৯ সালের ১৯ জুলাই তৎকালীন চকরিয়া থানার টৈটং উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের ফাতেমা আক্তারের বাড়িতে রাখা বনের কাঠগুলো উদ্ধার করতে গিয়ে আসামিদের হাতে খুন হন মিয়া জান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি